দুর্গাপুর পুর নিগমের গেটে বিজেপির তুমুল বিক্ষোভ

দুর্গাপুর পুর নিগমের গেটে বিজেপির তুমুল বিক্ষোভ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০১৭ সালের ১৩ আগষ্ট পুরসভা ভোটে বহিরাগতদের দিয়ে বুথ দখল করেছিল তৃণমূল। বোর্ডের মেয়াদ শেষের পর তিন বছর পেরিয়ে গেলেও নগর নিগমে নির্বাচন করছে না। তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর নগর নিগমের সামনে কালা দিবস পালন করল বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বিধায়ক বলেন, “২০১৭ সালের ১৩ আগস্ট নগর নিগম নির্বাচন হয়েছিল। ভোট লুট, বুথ দখল, সন্ত্রাস সবই করেছিল তৃণমূল। তিন বছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন করেনি সরকার। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। এবার সতর্ক করে দিচ্ছি দ্রুত নির্বাচন ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন হবে।” কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিয়ে বিজেপি নাটক করছে বলে কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “পরের পর নির্বাচন হচ্ছে। দুর্গাপুর নগর নিগমেরও নির্বাচন হবে। সবাই সঠিক পরিষেবাও পাচ্ছে। কিন্তু বিজেপি এখন কিছু খুঁজে না পেয়ে নানা রকম ভাবে নাটকই করে যাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
দুর্গাপুর পুর নিগমের গেটে বিজেপির তুমুল বিক্ষোভ
News
দুর্গাপুর পুর নিগমের গেটে বিজেপির তুমুল বিক্ষোভ
:
তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বুধবার দুর্গাপুর নগর নিগমের সামনে কালা দিবস পালন করল বিজেপি।
Published By
error: Content is protected !!