বিজেপির অবরোধে যানজট, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তপ্ত দুর্গাপুর

মুচিপাড়ায় বিজেপির বিক্ষোভ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে শিবপুর মোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। বর্ধমান সদরের জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ হয়। বিক্ষোভ চলাকালীন ক্ষোভ উগরে দিয়ে বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
এই খবরের ভিডিও দেখতে হলে ইউটিউবে যান
এদিন প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ধরে চলে রাস্তা অবরোধ। মুচিপাড়া সার্ভিস রোড ও মুচিপাড়া থেকে শিবপুর হয়ে জয়দেব যাওয়ার রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে অবরোধকারীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চন্দ্রশেখর বলেন, “তৃণমূল লাউডগা সাপের মতো। পুলিশের কাঁধে ভর দিয়ে উঠছে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশের সহযোগিতায় দুষ্কৃতীরা রাজত্ব করছে।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তৃণমূল নেতৃত্বের দাবি, বছরভর বিজেপি সাংসদ, বিধায়কদের এলাকায় দেখা যায় না। মানুষের বিপদের সুযোগ নিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে গিয়েছিলেন তাঁরা। এলাকার মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ তা খতিয়ে দেখে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু বিজেপিকে মানুষের দুর্ভোগের সুযোগ কাজে লাগাতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে সর্বতোভাবে আছেন। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
