দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ, রাষ্ট্রপতি শাসনের দাবি বিধায়কের

দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ, রাষ্ট্রপতি শাসনের দাবি বিধায়কের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার বিকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের কাছে চারমাথা মোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ। বন্ধ হয়ে যায় যান চলাচল। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

বিক্ষোভ চলাকালীন ক্ষোভ উগরে দিয়ে বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। বিধায়ক বলেন, “আমাদের দলের বিধায়ক শংকর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর উপর হামলা বাংলার গণতন্ত্রের উপর হামলা। রাজ্যে আর আইনশৃঙ্খলা বলে কিছু নেই— এখন বাংলায় রাষ্ট্রপতি শাসন প্রয়োজন।” প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ-বিক্ষোভ। পরে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ, রাষ্ট্রপতি শাসনের দাবি বিধায়কের
News
দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ, রাষ্ট্রপতি শাসনের দাবি বিধায়কের
:
উত্তরবঙ্গে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের কাছে চারমাথা মোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন।
Published By
error: Content is protected !!