দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

দুর্গাপুর: দলের মন্ডল সভাপতি করা হয়েছে ‘প্রতারক’, ‘মাতাল’কে। নতুন মন্ডল সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন মন্ডলের সহ সভাপতি। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। দুর্গাপুর পূর্ব ৩ নম্বর মন্ডলের সভাপতি হয়েছেন বুদ্ধদেব মন্ডল। তাঁকে ঘিরে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন ৩ নম্বর মণ্ডলেরই দলের সহ-সভাপতি স্বাধীন রায়।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বাধীন। লিখেছেন, “কয়েক মাস ধরে লক্ষ্য করছি, বিজেপি দলটি কার কারও পৈত্রিক সম্পত্তি হয়ে গেছে।” প্রকাশ্যে তিনি বলেন, “বুদ্ধদেব মন্ডলকে ২০২৪ লোকসভা নির্বাচনের পর থেকে আর দেখা যায়নি। প্রচুর টাকা নয়ছয় করেছে ও। একটা প্রতারক, মাতাল। শুধু বিধায়কের অনুগামী বলে তাকে মন্ডল সভাপতি করা হল। কোনও ভাবেই মানবো না। রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানিয়েছি।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিধানসভা নির্বাচনের দিন যত এগোবে ততই মাথাচাড়া দেবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে।” জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “৩ নম্বর মণ্ডলে সভাপতি যিনি হয়েছেন তিনি অত্যন্ত ভদ্র মানুষ, একজন শিক্ষক। কিন্তু তাঁর বিরুদ্ধে কে কী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তা এখনও আমার নজরে আসেনি। তবে নিশ্চয়ই সেই বিষয়টিও দেখা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
