মাছ ছেড়ে, ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে বিজেপি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মাছ ছেড়ে, ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আন্দোলনে বিজেপি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মুচিপাড়া এলাকায় রবিবার সকালে বিজেপি এভাবেই বিক্ষোভ দেখায়। রাস্তার পিচ পুরো উঠে গিয়েছে। ভেঙে চুরমার রাস্তা। দেখে মনে হচ্ছে যেন ডোবা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে এদিন সরব হন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, ৩ নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল সহ বিজেপি কর্মীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার সকালে মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ। নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা বিভীষিকার সমান। দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উপর দায় চাপিয়ে বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলে আর প্রশাসন চোখ বুজে বসে থাকে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও। এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে, ধান রোপণ করেছি। কারণ রাস্তাটা এখন আর চাষের জমির চেয়ে ভাল কিছু নয়!” তিনি হুঁশিয়ারি দেন, “অবিলম্বে সংস্কার না হলে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আর চুপ করে বসে থাকব না।” দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেন, “বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে। বৃষ্টি কমলেই সংস্কার করা হবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

