দুর্গাপুরের গোভক্তদের সম্মান জানাতে এসেছি: দিলীপ ঘোষ

দুর্গাপুরে দিলীপ ঘোষের পদযাত্রা, গরু পাচার নিয়ে তোপ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার সকালে প্রাতভ্রমণ করেন। সেখানে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। এরপর কালীগঞ্জ মোড়ে চা চক্রে যোগ দেন। সেখানে তিনি বলেন, “দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে হিন্দুরা পালন করতে পারে, সেজন্য সনাতনী ঐক্য মঞ্চ আন্দোলন শুরু করেছে। আমাকে ডেকেছিলেন। আমি এসেছি। বৃহস্পতিবার বোগড়ায় কালীমন্দিরে পুজো দিয়েছি।”
এরপরেই তিনি বলেন, “কিছু লড়াকু গোভক্ত যুবক বেআইনি গরু পাচার রুখেছিল বলে পুলিশ তাদের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন। আমি তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের সম্মান জানাতে এসেছিলাম। কিছু সমাজবিরোধী যারা গরু পাচার করে, তাদের বাঁচানোর জন্য পুরো তৃণমূল নেমে পড়েছিল সেই সময়। সারা দেশ থেকে গরু এই বাংলা হয়ে পাচার হচ্ছে বাংলাদেশ। পুলিশ কখনও কিছু করে না। অথচ আমাদের গোভক্তরা বেআইনি কারবার রুখেছিল বলে পুলিশ অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে দিয়েছিল।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তিনি দাবি করেন, খড়গপুরের গোয়ালারা দুধ বিক্রি করবেন বলে ঝাড়খন্ড থেকে ৫০-৬০ হাজার টাকা দিয়ে দামি গরু নিয়ে আসেন। ঝাড়গ্রামে এলেই পুলিশ তাঁদের আটকায়। কাগজ দেখার নাম করে হেনস্থা করা হয়। পুলিশ হয় গরু নামিয়ে নেয়। গরীব গোয়ালাদের ডান্ডা মেরে বাড়ি পাঠিয়ে দেয়। তা না হলে গরু পিছু ১০-২০ হাজার টাকা করে নিয়ে নেয়। তিনি বলেন, “অথচ বেআইনি গরুর কারবারিদের পুলিশ কিছু করবে না। কারণ, সবাই হিস্যা পেয়ে যায়।” তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দুর্গাপুর গরু পাচার রোখার নামে যেভাবে হেনস্থা করা হয়েছিল কয়েকজনকে, পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ করেছে। বিজেপি নেতাদের বক্তব্যের কোনও গুরুত্ব নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
