গরু কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অবশেষে জামিন পেলেন

দীর্ঘ শুনানির পর জামিনে মুক্ত পারিজাত
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অবশেষে শনিবার জামিন পেলেন। গত ৩১ জুলাই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকিয়ে কয়েকজনকে নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পারিজাত সহ মোট ১০ জনকে গ্রেফতার করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আদালত পারিজাতকে দুইবার পুলিশ হেফাজত এবং একবার জেল হাজতের নির্দেশ দেয়। জেল হাজত শেষে শনিবার ফের তাঁকে ও আরও একজনকে দুর্গাপুর আদালতে তোলা হয়। দীর্ঘ শুনানির পর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ইনচার্জ) পার্থ সরকার দুজনকে জামিন দেন। পারিজাতের আইনজীবী পার্থ হাটি বলেন, “বিরোধী রাজনীতি করে বলে মিথ্যা অভিযোগ করেছিল বাদীপক্ষ। ভবিষ্যতে উনি নির্দোষ প্রমাণিত হবেন।” পারিজাত বলেন, “যেভাবে নির্দয় ভাবে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার প্রতিবাদ করেছি। কারওর গায়ে হাত তোলা হয়নি।” এদিন জামিন পাওয়ার পরে অনুগামীরা তাঁকে মালা দিয়ে বরণ করে নেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
