হনুমান জয়ন্তীতে দুর্গাপুরে বাসে বাসে গেরুয়া পতাকা বেঁধে দিলেন বিজেপি বিধায়ক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হনুমান জয়ন্তীতে দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা, এমন অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পথে নেমে বাসে এবং গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিতে। শনিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে প্রায় ৫০ টি বেসরকারি বাসে রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা বাঁধতে দেখা গেল বিজেপি বিধায়ককে। সঙ্গে ছিলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই সবাইকে একসাথে নিয়ে থাকতে। কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন। কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আজ আমরা প্রায় হাজার বাসে গেরুয়া পতাকা বাঁধব। ভবিষ্যতে যদি মন্ত্রী-সিদ্ধিকুল্লা চৌধুরী এই ধরনের কথাবার্তা বলেন তাহলে বৃহত্তর আন্দোলন হবে।”
