সাড়ে চারঘন্টা পর দুর্গাপুরে ডিসির অফিসের সামনে বিজেপির বিক্ষোভ উঠল

দুর্গাপুর: পানাগড়ে দুর্ঘটনায় যুবতীর অপমৃত্যুর ঘটনার প্রতিবাদে ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তার কাছে স্মারকলিপি দিতে যায় বিজেপি। ডিসি অফিসে না থাকায় সামনের অরবিন্দ অ্যাভিনিউয়ে বসে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষ্মণ ঘোড়ুই সহ বিজেপি কর্মী সমর্থকরা। বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বিক্ষোভ। ডিসি না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে সন্ধ্যার পরে রাতের খাওয়ার জন্য খিচুড়ি রান্না শুরু করে দেন অগ্নিমিত্রা। তবে, রাত সাড়ে ৮টা নাগাদ পুলিশ জাতীয় সড়কে উপযুক্ত টহলদারি দেওয়ার আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ উঠে যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অগ্নিমিত্রা বলেন, “সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ কমিশনার বলে দিলেন রেষারেষি। ১৭ কিলোমিটার জুড়ে যদি রেষারেষি হয়ে থাকে তাহলে পুলিশ পেট্রোলিং কী করছিল? পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। শুধু ওদের কাজ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো। তৃণমূলের তাঁবেদারি করবে। তৃণমূলের ক্যাডারদের থেকেও বড় ক্যাডার রাজ্য পুলিশ।” এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
