নবান্ন অভিযান ঘিরে দুর্গাপুর স্টেশনে ধুন্ধুমার কান্ড
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর স্টেশনে ধুন্ধুমার কান্ড ঘটে যায়। দুর্গাপুর স্টেশনে নবান্নমুখীদের আটকানোর চেষ্টা করে জিআরপি। পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। স্টেশনেই প্রতিবাদ মিছিল করেন মহিলা ও বিজেপি কর্মীরা। শেষ পর্যন্ত পিছু হঠে জিআরপি।
বিক্ষোভকারীদের দাবি, জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না, জিআরপির এই নির্দেশের পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে মহিলারা মিছিল শুরু করে দেন। ক্ষোভে ফেটে পড়েন পুলিশের বিরুদ্ধে। কেন আটকানোর চেষ্টা হচ্ছে, প্রতিবাদে সরব হন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়ায় দুর্গাপুর স্টেশনে। পড়ে পিছু হঠে জিআরপি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কাঁকসা থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতায় রওনা দেওয়ার আগেই পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতা রমন শর্মা। পানাগড় রেল স্টেশনে কাঁকসা থানার পুলিশ আটকে দেয় নবান্নমুখীদের। তবুও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও বিজেপির বহু কর্মী এদিন কলকাতার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। হাতে জাতীয় পতাকা নিয়ে মুখে বিচার চাই স্লোগান দিয়ে তাঁরা স্টেশন ছাড়েন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
