কাঁকসায় পানীয় জলের দাবিতে বিজেপির বিক্ষোভ, তৃণমূলের পাল্টা কটাক্ষ

বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, পরিতোষ বিশ্বাস, পঙ্কজ জয়সওয়াল-সহ একাধিক স্থানীয় নেতা। অভিযোগ, পলাশডাঙায় মাসের পর মাস পানীয় জলের পাইপ ফেটে জল নষ্ট হচ্ছে, অথচ বাড়ি বাড়ি জলের তীব্র সংকট। বারবার জানানো হলেও দফতর নীরব। এমনকি ‘জল জীবন মিশন’ প্রকল্পের পাইপলাইন বসলেও এখনও ঘরে ঘরে জল পৌঁছায়নি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অফিস কার্যত ফাঁকা থাকায় সকাল থেকেই ক্ষোভ বাড়তে থাকে। সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ এক কর্মী এলে বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান। রমন শর্মার দাবি, “মানুষ পানীয় জল না পেয়ে হাহাকার করছে, অথচ সরকারি দফতর চোখ বুজে বসে আছে। তাই আমাদের এই আন্দোলন।” পাল্টা তৃণমূলের বক্তব্য, প্রতিটি এলাকায় পাইপলাইনের কাজ চলছে এবং যেখানেই সমস্যা রয়েছে সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে জল পাঠানো হচ্ছে। ব্লক সভাপতি নব কুমার সামন্তের কটাক্ষ, “বিজেপি শুধু নাটক করছে, সমস্যার সমাধান করা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
