দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপির। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে পর্ষদের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে অনেক শিল্পতালুক রয়েছে। সেখানকার কল কারখানা থেকে শহর জুড়ে ছড়াচ্ছে বায়ু দূষণ। পর্ষদ কোনও ব্যবস্থা নেয় না। এমনই অভিযোগ তুলে পর্ষদ কার্যালয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিক্ষোভের নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই। বৃষ্টি উপেক্ষা করে এদিন বিজেপি কর্মী সমর্থকরা পর্ষদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তৃণমূলের একাংশ ও পর্ষদের আধিকারিকদের একাংশের যোগসাজসে অর্থের বিনিময়ে ঠিকমতো নজরদারি চালানো হয় না। এমন অভিযোগ তোলেন বিধায়ক। তৃণমূল ও পর্ষদ অভিযোগ উড়িয়ে দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
