দুর্গাপুর: বিজেপির প্রাক্তন মহিলা বুথ সভাপতির বাড়িতে ঢুকে মারধর, ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডেয়ারি টাউনশিপ এলাকার ঘটনা। বিজেপির ১৭৮ নম্বর বুথের প্রাক্তন সভাপতি ঝুমা চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাঁর অভিযোগ, তৃণমূলে ক্রমাগত যোগ দেওয়ার জন্য চাপ আসছিল। তিনি রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, একটি দোকানে ধারে জিনিসপত্র কিনতেন বিজেপি নেত্রী। দোকান মালিকের পরিবার তাঁকে টাকা চাইতে যাওয়ায় মিথ্যা অভিযোগ আনছেন উনি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। বিজেপি নেত্রীর বাড়িতে ঢুকে তান্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয়। মারধর করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় বিজেপি নেতৃত্ব তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বিজেপির বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি মনীষা শিকদার বলেন, “আমাদের মহিলা কর্মীকে মারধর করা হয়েছে। চরম আতঙ্কের মধ্যে রয়েছে সে। এই হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা। আমরা কঠোর শাস্তির দাবি করছি।”
নুমিত চাকি নামের স্থানীয় মুদিখানা দোকানের মালিক বলেন, “আমাদের দোকানে ধার করে জিনিস কিনেছিলেন ওই মহিলা। আমার স্ত্রী এবং দাদার স্ত্রী সেই টাকা চাইতে গিয়েছিল। তিনি টাকা না দিয়ে এভাবে মিথ্যা ঘটনা সাজিয়েছেন।” পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কটাক্ষ, “পায়ের তলায় মাটি নেই তাই বিজেপি কুৎসা করছে তৃণমূলের নামে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।