লাগাতার ধর্ষণের জেরে গর্ভবতী বিজেপি কর্মীর নাবালিকা মেয়ে! কাঁকসা থানা ঘেরাও করলেন অগ্নিমিত্রা

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: বিজেপি কর্মীর নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার ঘটনা। প্রতিবাদে সোমবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি। থানার সামনের রাস্তা প্রায় এক ঘন্টা ধরে অবরোধ করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে জাতীয় সড়ক এবং থানা বন্ধ করার হুঁশিয়ারিও দেন অগ্নিমিত্রা।
জানা গিয়েছে, ৩০ মার্চ কাঁকসা থানায় দায়ের করা একটি অভিযোগে এক বিজেপি কর্মী দাবি করেন, ২০২৪ সালের ডিসেম্বর থেকে তাঁর নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণ করে সঞ্জয় শর্মা, শশীকান্ত দাস এবং অঙ্কিত গৌতম। মার্চে বিষয়টি তাঁরা জানতে পেরে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তারপরে আট দিন পেরিয়েছে। কিন্তু অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সোমবার দুপুরে কাঁকসা থানা ঘেরাও করে এবং থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূলের কর্মী সঞ্জয় শর্মা নাবালিকাকে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়। পরবর্তীকালে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। তৃণমূল কর্মী সঞ্জয় শর্মা তার এক সাগরেদ শশীকান্ত দাসকে দিয়ে গর্ভনিরোধক ওষুধ পাঠায়। তারপর এই মেয়েটির পেটে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন পুরো বিষয়টি জানতে পারে। এই ঘটনার সাথে জড়িত আরও এক তৃণমূল কর্মী অঙ্কিত গৌতম। আগামী দুদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং কাঁকসা থানা বন্ধ করে দেওয়া হবে।” তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায দাবি করেন, “পুলিশ আইন মোতাবেক কাজ করছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
