অবশেষে গ্রেফতার গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত

অবশেষে গ্রেফতার গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবশেষে গ্রেফতার গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। গত ৩১ জুলাই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকিয়ে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শনিবার পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তবে পারিজাত বেপাত্তা ছিল। কোকওভেন থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধানবাদের কাছে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুর্গাপুর নিয়ে আসা হচ্ছে। যদিও বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই দাবি করেন, পারিজাত আত্মসমর্পণ করেছেন।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
অবশেষে গ্রেফতার গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত
News
অবশেষে গ্রেফতার গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব নেতা পারিজাত
:
শনিবার পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তবে পারিজাত বেপাত্তা ছিল। কোকওভেন থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধানবাদের কাছে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেফতার করা হয়েছে।
Published By
error: Content is protected !!