দামোদরের স্রোতে ভেসে গেল দৃষ্টিহীন যুবক

মর্মান্তিক দুর্ঘটনা পানাগড় বাজার সংলগ্ন ক্যানেলে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় বাজার সংলগ্ন দামোদর ক্যানেলের বড় পাড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জন্মগতভাবে দৃষ্টিহীন রবীন্দ্র গুপ্তা (৪০) স্রোতে ভেসে প্রাণ হারালেন। কীভাবে ঘটল ঘটনা? জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও একাই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। ক্যানেলের পাড়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ পা পিছলে জলে পড়ে যান। চোখে দেখতে না পাওয়ায় জলে পড়ে আর উঠতে পারেননি। মুহূর্তের মধ্যেই স্রোতে ভেসে যান রবীন্দ্রবাবু।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয় মানুষজন ছুটে আসেন। তাঁকে আর বাঁচানো যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও উদ্ধারকারী দল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দেহ উদ্ধার হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, “রবীন্দ্র গুপ্তা ছিলেন শান্ত, নিরীহ স্বভাবের মানুষ। দৃষ্টিহীন হয়েও সাহসের সঙ্গে জীবন যাপন করতেন। কিন্তু এদিন বড় অঘটন ঘটে গেল।” এলাকাবাসীর অভিযোগ, দামোদর ক্যানেলের ওই অংশে কোনও বেড়া জাতীয় সুরক্ষা ব্যবস্থা নেই, নেই সতর্কীকরণ ব্যবস্থাও। তাঁদের দাবি, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আর প্রাণহানি না হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
