ওয়াইন নিয়ে নানা অজানা তথ্যের ডালি নিয়ে হাজির Blitz 2025

ওয়াইন নিয়ে নানা অজানা তথ্যের ডালি নিয়ে হাজির Blitz 2025
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আড়া এলাকার একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে আয়োজিত হল বার্ষিক উৎসব Blitz 2025। সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, খেলাধুলোয় জমজমাট তিন দিনের এই উৎসবে যোগ দিয়েছিল রাজ্যের ৩৮টি স্কুল ও কলেজের পড়ুয়ারা যোগ দিয়েছিল।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

শুক্রবার ছিল ফুড ফেস্টিভ্যাল। যোগ দিয়েছিলেন সারা দেশের ১০টি শহরে ওয়াইন ক্লাব চালানো কলকাতার বাসিন্দা সিদ্ধার্থ ব্যানার্জি। তিনি জানান, মুম্বই, ব্যাঙ্গালুরু, দিল্লিতে ওয়াইন জনপ্রিয় হয়েছে। তবে বাংলায় এখনও তেমন চল নেই। তিনি জানান, প্রতিদিন নিয়মিত পরিমাণে ওয়াইন নিলে শরীর সুস্থ থাকে। ফুড ফেস্টিভ্যালে এসেছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “হোটেল ম্যানেজমেন্ট কলেজ হিসাবে রাজ্যে এই কলেজ নামকরা। এবারের থিমে তারা ইউরোপকে তুলে ধরেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
ওয়াইন নিয়ে নানা অজানা তথ্যের ডালি নিয়ে হাজির Blitz 2025
News
ওয়াইন নিয়ে নানা অজানা তথ্যের ডালি নিয়ে হাজির Blitz 2025
:
সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, খেলাধুলোয় জমজমাট তিন দিনের এই উৎসবে যোগ দিয়েছিল রাজ্যের ৩৮টি স্কুল ও কলেজের পড়ুয়ারা যোগ দিয়েছিল।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!