দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: দলিত পরিবারকে মারধর করার অভিযোগ আইএনটিইউসি নেতার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনি এলাকায় প্রায় আধঘন্টা ধরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের একটি সংগঠন।
অমরাবতী ডিফেন্স কলোনি হাউসিং সোসাইটির সম্পাদক তথা আইএনটিইউসি নেতা বিশ্বজিত বিশ্বাসের বিরূদ্ধে অভিযোগ, নিজের রাজনৈতিক প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি নানান অনৈতিক কাজে যুক্ত। প্রতিবাদ করেছিলেন আয়কর দফতরে কর্মরত অমরাবতীর বাসিন্দা বিনয় মজুমদার। সেই ক্ষোভ থেকে গত ৮ মে বিনয় মজুমদার ও তাঁর স্ত্রী, সন্তানকে মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত বিশ্বজিত বিশ্বাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগকারীকে। অবিলম্বে বিশ্বজিত বিশ্বাসকে গ্রেফতার করার দাবিতে এদিন অমরাবতী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের সংগঠন।
তৃণমূলের নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের সংগঠনের সভাপতি মৈনাক সাহা রায় জানান, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। এদিন প্রায় আধঘন্টা পথ অবরোধ করেন আন্দোলনকারীরা। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে এদিন পথ অবরোধে সামিল হন নমঃশুদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ। নিউ টাউনশিপ থানার পুলিশ আসে। আধঘন্টা পর অবরোধ ওঠে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।