Breaking News. দুর্গাপুরের নিখোঁজ কিশোরের দেহ মিলল বালিগঞ্জে রেলের ওয়াগনের ভিতরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চারদিন নিখোঁজ থাকার পর কলকাতার বালিগঞ্জ থেকে মিলল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কিশোরের নিথর দেহ। অভিযোগ, রেলের ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে হাইটেনশন বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল কারখানা সংলগ্ন শালবাগান এলাকায়। উত্তেজিত জনতা এলাকারই একটি বাড়িতে গিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। বাড়ি ভাঙার চেষ্টাও হয়।
অভিযোগ, দারিদ্রতার সুযোগ নিয়ে অবৈধ কারবারিরা শিশুদের কুড়ি, তিরিশ টাকা দিয়ে ওয়াগেন থেকে বিভিন্ন সামগ্রী নামানোর অবৈধ কাজে লাগায়। এই কাজ করতে গিয়েই নির্মম পরিণতি হয়েছে ওই কিশোরের। তার নাম সুরজিৎ রুইদাস (১৫)। অভিযোগ, দিন চার আগে তাকে ফোন করে রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর জন্য ডাকা হয়। এরপর থেকেই খোঁজ মিলছিল না তার। মঙ্গলবার রাতে ওই কিশোরের দেহ উদ্ধার হয় কলকাতার বালিগঞ্জে রেলের ওয়াগনের ভেতর থেকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রেলের ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে রেলের বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এরপর ওয়াগনের ভিতরেই থেকে যায় দেহ। বালিগঞ্জে গেলে রেলের কর্মীরা তার দেহ দেখতে পায়। মঙ্গলবার রাতে জিআরপি দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কলকাতার এনআরএস হাসপাতালে। অভিযোগ, শাসক দলের মদতেই এই অবৈধ কারবার চলে। বুধবার সকালে নয়ন মালাকার নামে এক তৃণমূল নেতা মৃত কিশোরের বাড়ি এলে তাঁকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে উত্তেজিত জনতা। অভিযোগ, এই তৃণমূল নেতা নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সাহায্য করেননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

