গরু কান্ডে উত্তপ্ত দুর্গাপুরে সম্প্রীতির নজির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গরু কান্ড নিয়ে বিতর্কের মাঝেই সোমবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহর দেখল সম্প্রীতির নজির। একদল ভোলেবাবা শিবের নামে হাঁটছেন। অন্যদল আল্লাহ-র নামে বাড়িয়ে দিচ্ছেন জল। দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড়ে এভাবেই দুটি ভিন্ন ধর্মের মানুষ ছড়িয়ে দিলেন সনাতন ভারতের সর্বধর্ম সমন্বয়ের বার্তা।
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দামোদর নদ থেকে জল নিয়ে প্রায় ১২ কিমি রাস্তা খালি পায়ে হেঁটে শত শত শিবভক্ত চলেছেন আড়ার রাঢ়েশ্বর শিবমন্দিরের উদ্দেশ্যে। বাঁকে করে জল নিয়ে ‘হর হর মহাদেব’ জপ করতে করতে এগিয়ে চলেছেন ভক্তরা। বাঁকুড়া মোড়ে শরবত, পানীয় জল, খেজুর, বাতাসা, গেরুয়া উত্তরীয়, ধূপ, মোমবাতি, ফুল, বাচ্চাদের জন্য ঠান্ডা পানীয় নিয়ে অপেক্ষায় ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ভক্তের দল এগিয়ে আসতেই বাড়িয়ে দিলেন হাত।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উদ্যোক্তাদের অন্যতম গুড্ডু খান বলেন, “মানুষ ধর্ম দিয়ে নয়, মন দিয়ে বড় হয়। ১২ কিমি দীর্ঘ কষ্টের যাত্রায় যেন কেউ পিপাসায় না ভোগেন—এটাই আমাদের উদ্দেশ্য।” উদ্যোক্তাদের বক্তব্য, রাম-রহিম এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সাম্প্রদায়িক বিভেদের বীজ যে যেভাবেই চেষ্টা করুক বপন করার, সে সফল হবে না। মিলে মিশে থাকবে সব ধর্মের মানুষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

