দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সিবিএসসি স্কুলের পড়ুয়াদের নিয়ে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে Far East Zone Boxing Tournament-2024। সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে ওই বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ বিভাগে প্রতিযোগীরা অংশ নেবে। ২২-২৪ সেপ্টেম্বর চলবে ওই প্রতিযোগিতা। প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে কমলপুরের একটি বেসরকারি স্কুল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্কুলের ডাইরেক্টর সুব্রত চট্টোপাধ্যায় জানান, ৩৭ টি সিবিএসই স্কুলের মোট ১০৪জন পড়ুয়া অংশ নেবে প্রতিযোগিতায়। সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “আমাদের প্রধান লক্ষ্য খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানো। বর্তমান প্রজন্ম মোবাইলমুখী হয়ে যাচ্ছে। মোবাইল থেকে বের করে আনতে খেলাধুলোর প্রসারের প্রয়োজন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।