Breaking News. দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা

Breaking News. দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে (Durgapur) ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস। গ্রেফতার ২ মহিলা। রাতের অন্ধকারে সাইবার সেলের হানা। ভুয়ো কলসেন্টারে বসে সাইবার প্রতারণার অভিযোগ। বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার বেনাচিতির কমলপুর প্লট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমলপুর প্লটে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টার চলছিল। সেখান থেকে গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলত।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিলেন। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে জানা যায়, কমলপুর প্লটের একটি বাড়িতে চলছে প্রচারণা চক্র। শনিবার রাতে আচমকা হানা দেয় সাইবার সেল। আসানসোল সাইবার বিভাগের ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “গিফট কার্ড স্ক্যাম চলত। গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলছিল। তদন্তের ভিত্তিতে কমলপুরে হানা দিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইগিফট কার্ড জালিয়াতি হল এমন একটি স্কিম যেখানে একজন প্রতারক চুরি করা পেমেন্ট তথ্য ব্যবহার করে অনলাইনে গিফট কার্ড কিনে তারপর সেগুলি ব্যবহার করে বা পুনরায় বিক্রি করে। মূলত, এটি নগদ টাকা পাওয়ার একটি উপায়। যেহেতু ইগিফট কার্ডগুলিতে ক্রেতাদের খুব বেশি ব্যক্তিগত তথ্য সংযুক্ত করতে হয় না, তাই প্রতারকরা সহজেই প্রতারণা থেকে পার পেয়ে যেতে পারে। তবে ধৃত দুই মহিলা কী ভাবে প্রতারণা করত তা খতিয়ে দেখছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
Breaking News. দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা
News
Breaking News. দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা
:
প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিলেন। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে জানা যায়, কমলপুরের একটি বাড়িতে চলছে প্রচারণা চক্র।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!