অবৈধ সম্পর্কের জেরে বৌদিকে খুনের দায়ে ১৩ বছর পর দেওরের যাবজ্জীবন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবৈধ সম্পর্কের জেরে বৌদিকে খুনের দায়ে ১৩ বছর পর দেওরের যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল আদালত। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার লবণাপাড়ায় ২০১২ সালের ২৮ জুন রাতে খুন হন এক মহিলা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ গ্রেফতার করে মহিলার স্বামী রঞ্জিত মজুমদার ও দেওর সমীর মজুমদারকে। শুরু হয় বিচারপর্ব।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অবশেষে, বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক রায় ঘোষণা করেন। রায়ে স্বামী রঞ্জিত মজুমদারকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় দেওর সমীর মজুমদারকে। বৌদির সঙ্গে দেওরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তা থেকেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যায়। শেষ পর্যন্ত ঘটে যায় খুনের ঘটনা। দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গোপাল কুন্ডু বলেন, “সেই রাতে ওই মহিলা স্বামী ও দেওরের সঙ্গে ঘুমোচ্ছিলেন। কে খুন করল কেউ দেখেনি। মহিলার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল। শুধু এটুকুই চোখে পড়ে। কিন্তু সম্পর্ক, পরিস্থিতি, সন্দেহ সবকিছু বিচার করে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)




