ভক্তিভরে পুজো দিয়ে ভোটের কাজে গেলেন বিএসএফ জওয়ানরা
দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৫ মে ২০২৪: বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী পলাশডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে রয়েছে এক কোম্পানির বিএসএফ। ঘরের মধ্যে দেব দেবীর ছবি রেখে পুজো করেন জওয়ানরা। শনিবার ভোটের দিনও কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুজো করে কাজে যোগ দিতে গেলেন। বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর লুৎফুর রহমান বলেন, জওয়ানরা প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি করেন। এদিনও তেমনই পুজো করে ভোটের কাজে যোগ দিয়েছেন।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।