স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল বুদবুদের আদিবাসী যুবকের
স্ত্রী খুনে শেষ পরিণতি!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের আদিবাসী যুবকের। দুর্গাপুর আদালতে চূড়ান্ত রায়—স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল সুনীল কিস্কুর। চার বছর আগে ঘটে যাওয়া বুদবুদ থানার ভাতকুন্ডা গ্রামের সেই মর্মান্তিক খুনের মামলার বিচার শেষ হল বুধবার।
ঘটনাটি ২০২০ সালের। ভাতকুন্ডা গ্রামের তরুণী সোনামনি কিস্কু (২১)-কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার স্বামী সুনীল কিস্কুর বিরুদ্ধে। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় সোনামনির রক্তাক্ত দেহ। পরিবারের তরফে, সোনামনির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সুনীল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশ নানাভাবে খোঁজ চালালেও প্রথমদিকে তাকে পাওয়া যায়নি। অবশেষে প্রায় দুই মাসের চেষ্টায় পুলিশ তাকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে পেশ করে। তখন থেকেই সে জেল হেফাজতে ছিল। দীর্ঘ তদন্ত এবং আদালতে শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার দ্বিতীয় এডিজে বিচারক প্রশান্ত চৌধুরী সুনীলকে দোষী সাব্যস্ত করেন। বুধবার সরকারি আইনজীবী সুজিত রায় আদালতে সাজা ঘোষণার তথ্য জানান।
তিনি জানান, বিচারক সুনীল কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন, সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বিচার প্রক্রিয়া শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার। নারী নির্যাতন ও পারিবারিক হিংসার মতো অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না, আদালতের রায় যেন ফের আর একবার সেই বার্তা দিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


