বুদ্ধ বিহার সার্বজনীনের খুঁটিপুজো, এবারের থিম, ‘আমি সেই মেয়ে’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের অন্যতম তাক লাগানো পুজোগুলির মধ্যে অন্যতম হল বুদ্ধ বিহার সার্বজনীন। রথযাত্রার দিন শুক্রবার পুজোর খুঁটিপুজো হল সাড়ম্বরে। এবারের থিম, আমি সেই মেয়ে। উদ্যোক্তাদের তরফে সৌগত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা প্রতিবছরই মানুষের মধ্যে নতুন কিছু বার্তা দিই। আমাদের সমাজে কন্যা সন্তান জন্মের পর থেকে এখনও লাঞ্ছনা, বঞ্চনার শিকার হয়ে থাকে। এবার ‘আমি সেই মেয়ে’ থিমের মাধ্যমে মানুষের মনে সেই বিষয়টি নিয়ে দাগ কাটতে চাইছি আমরা।” এবারের বাজেট ২০ লক্ষ টাকা। ৩৫ বছরে পা দিল এই পুজো।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

