বাম্পার অফার! ইলেকট্রিক SUV-তে মিলছে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

বিপুল ছাড়, ইলেকট্রিক SUV কেনার এটাই সেরা সুযোগ!
ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার দ্রুত বাড়ছে। বিভিন্ন গাড়ি সংস্থা বাজার দখলের লড়াইয়ে প্রতিযোগিতায় নেমেছে। ইতিমধ্যেই বাজারে নিজেদের অবস্থান পোক্ত করে নিয়েছে MG Motor India। নতুন ফেসলিফটসহ MG ZS EV 2025 নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ফিচার এবং দীর্ঘ রেঞ্জ নিয়ে। বলা বাহুল্য, সবচেয়ে বড় আকর্ষণ এর সাশ্রয়ী দাম ও প্রায় ৪৬১ কিমি ড্রাইভিং রেঞ্জ, যা এই গাড়িকে জনপ্রিয় ইলেকট্রিক SUV–গুলির তালিকায় প্রথম দিকে নিয়ে এসেছে।
দাম ও ভ্যারিয়েন্ট
ভারতে MG ZS EV facelift লঞ্চ হয়েছিল ২০২২ সালের ৭ মার্চ। এক্স–শোরুম মূল্য শুরু হয়েছিল ₹১৫.৫০ লক্ষ থেকে ₹১৮.০০ লক্ষ পর্যন্ত (MG ZS EV price India)। বর্তমানে, কোম্পানির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে MG বড়সড় ডিসকাউন্ট (MG ZS EV discount) ঘোষণা করেছে। এখন নতুন এক্স–শোরুম মূল্য দাঁড়িয়েছে ₹১৬.৭৫ লক্ষ (Executive) এবং ₹২০.৫০ লক্ষ (Essence)। জানা গিয়েছে, কিছু ভ্যারিয়েন্টে (MG ZS EV variants) ডিসকাউন্ট পৌঁছেছে প্রায় ₹৪.৪৪ লক্ষ থেকে ₹৬.১৪ লক্ষ টাকা পর্যন্ত।
ব্যাটারি ও পারফরম্যান্স
গাড়িটিতে রয়েছে ৫০.৩ kWh ব্যাটারি প্যাক, যা থেকে পাওয়া যায় প্রায় ১৭৩–১৭৪ hp পাওয়ার এবং ২৮০ Nm টর্ক। এর ফলে অতি দ্রুত স্পিড বাড়ানো যায়। কোম্পানির দাবি অনুযায়ী, গাড়িটি এক চার্জে ৪৬১ কিমি পর্যন্ত চলতে সক্ষম (MG ZS EV 461 km range), যা ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে অন্যতম সেরা রেঞ্জ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডিজাইন ও ইন্টিরিয়র
নতুন ফেসলিফট সংস্করণে বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন (MG ZS EV features) আনা হয়েছে। আপডেটেড ফ্রন্ট গ্রিল যেখানে চার্জিং পোর্ট সংযুক্ত, আধুনিক LED হেডল্যাম্প ও টেলল্যাম্প, নতুন বাম্পার ডিজাইন, আকর্ষণীয় ১৭-ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইল প্রভৃতি। ইন্টিরিয়রে যোগ করা হয়েছে নানা আধুনিক ফিচার যেমন, ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম (Apple CarPlay ও Android Auto সাপোর্ট সহ), প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, এয়ার পিউরিফায়ার ও রিয়ার AC ভেন্টস, ওয়্যারলেস চার্জিং, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, প্রায় ৭৫+ কানেক্টেড কার ফিচার!
মার্কেট পজিশন
ভারতের বাজারে MG ZS EV–র প্রধান প্রতিদ্বন্দ্বী হল Hyundai Kona Electric ও Tata Nexon EV। তবে দীর্ঘ রেঞ্জ, প্রিমিয়াম ডিজাইন এবং অতিরিক্ত ফিচারের কারণে ZS EV গ্রাহকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে দাম কমানোর পর MG ZS EV কার্যত ভারতের অন্যতম সেরা (MG electric SUV India) সাশ্রয়ী ইলেকট্রিক SUV হয়ে দাঁড়িয়েছে। একদিকে পরিবেশবান্ধব, অন্যদিকে প্রিমিয়াম ফিচারে ভরপুর। তাই যাঁরা ইলেকট্রিক SUV নেওয়ার কথা ভাবছেন, তাঁরা এখনই সিদ্ধান্ত নিন। বিপুল পরিমাণ ছাড়ের (affordable electric SUV) সুবিধা কিন্তু সব সময় মিলবে না।
আগামী ৪ মাসে বাজার কাঁপাতে আসছে ৬টি নতুন ইলেকট্রিক গাড়ি, তালিকায় রয়েছে মারুতি-ও!
