গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে ৬টি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি

দুর্গাপুর: বুধবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে ৬টি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুই চোরের ছবি। প্রথম বারের মতো এই আবাসনে চুরির ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ওই আবাসনে দুইজন নিরাপত্তারক্ষী রয়েছেন। পুলিশ তাঁদের সঙ্গে কথাবার্তা বলেছে। মনে করা হচ্ছে, চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে। এরপর ছয়টি আবাসনের সবকটির কোলাপসিবল গেটের তালা ভাঙে তারা। তিনটি আবাসনের ছয়টি ফাঁকা ফ্ল্যাটের তালা ভেঙে চুরি করে পালায়। ফ্ল্যাটের মালিকেরা বাইরে থাকায় ঠিক কী কী চুরি হয়েছে পরিস্কার নয়। আবাসন কমিটির সহ সভাপতি বিপ্লব পাল বলেন, “আমরা আতঙ্কের মধ্যে আছি। পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
