রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিবসে আবক্ষ মূর্তি স্থাপন দুর্গাপুরে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের অশোক এভিনিউ রোডে সানডে ক্লাবের বিপরীতে বুধবার রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর ৮২ তম জন্মদিবস উপলক্ষে আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দুঃস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় জানান, সকালে অরবিন্দু এভিনিউ থেকে সম্প্রীতি মশাল দৌড় বের হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়াবিদ সুখদেব বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়। তাম্রপত্র প্রাপক স্বাধীনতা সংগ্রামী প্রয়াত রাজেশ্বর চক্রবর্তীকে সম্মান জানাতে তাঁর পুত্রের হাতে স্মারক প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায়, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি রানা সরকার, যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত, তুষার ঘোষ, অসীম সাহা প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে শতাধিক দুঃস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। তরুণ রায় বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দেখানো পথ ধরেই দেশ এগিয়ে যাবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
