ভাঙচুর করে উপড়ে ফেলা হল দুই প্রয়াত প্রধানমন্ত্রীর আবক্ষ মূর্তি

দুর্গাপুর দর্পণ, আসানসোল: গত ২৪ সেপ্টেম্বর রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোল পুর নিগমের ১০৫ নম্বর ওয়ার্ডের সাঁকতোরিয়া হুসেনিয়া মোড়ে স্থাপিত প্রয়াত প্রাক্তন দুই প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধী ও ভারতরত্ন রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর করে উপড়ে ফেলা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তুলে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে শুক্রবার ‘পুলিশ কমিশনার এর অফিস চলো’ অভিযানের ডাক দেওয়া হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কংগ্রেস কর্মীরা এলআইসি অফিসের সামনে থেকে মিছিল করে পুলিশ কমিশনারের অফিসে জমায়েত হন। সেখানে জেলা সভাপতি ঘটনায় জড়িত দুষ্কৃতী ও দুষ্কৃতীদের মদতদাতাদের গ্রেফতার করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি চন্ডী চ্যাটার্জি, শশী দুবে, জেলা সেবাদলের চেয়ারম্যান সাহাবুদ্দিন রাজু, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পামলু মজুমদার, প্রদেশ কংগ্রেস সম্পাদক গণেশ রায় সহ অন্যান্যরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)