শাড়ি বা পোশাক কিনলেই দুর্গাপুরে মিলছে ফ্যাশন র্যাম্পে হাঁটার সুযোগ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শাড়ি বা পোশাক কিনলেই মিলছে ফ্যাশন র্যাম্পে হাঁটার সুযোগ! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে এমন অভিনব উদ্যোগ চমকে দিচ্ছে ফ্যাশনদুরস্ত তরুণ প্রজন্মকে। বিধাননগর ও সিটি সেন্টারের দুটি শো-রুমের মালিক ও ফ্যাশন ডিজাইনার বব সেনগুপ্ত গত পাঁচ বছর ধরে আয়োজন করে আসছেন এমন এক ফ্যাশন শো। প্রতিযোগীরা আর কেউ নন। তাঁর শোরুমের নিয়মিত ক্রেতারা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রথমে শুধু ‘মিসেস’ ক্যাটাগরিতেই সীমাবদ্ধ ছিল প্রতিযোগিতা। কিন্তু এ বছর তালিকায় যুক্ত হচ্ছে ‘মিস’ ও ‘মিস্টার’ ক্যাটাগরিও। শুধু দুর্গাপুর নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য শহরের অংশগ্রহণকারীরাও এবার র্যাম্পে হাঁটার সুযোগ পাবেন। রবিবার সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বব সেনগুপ্ত বলেন, “আমাদের শোরুম থেকে পোশাক কিনে ফেসবুকে ছবি আপলোড করলেই ডাক পড়বে অডিশনের। নির্বাচিত হলে মিলবে গ্রুমিং ও ফাইনাল র্যাম্প শোতে অংশ নেওয়ার সুযোগ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
