দুর্গাপুর: বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ ধীরগতিতে চলছে। অভিযোগ খতিয়ে দেখতে দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় ও কাঁকসার বিডিও পর্না দে’কে সঙ্গে নিয়ে কাঁকসার বিভিন্ন এলাকায় কাজের তদারকি করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন। পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। ধীর গতিতে কাজ হলে ঠিকাদারদের চাপ দেওয়ার নির্দেশ দেন।
জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে কয়েক বছর ধরে। কোথাও জল ট্যাঙ্ক তৈরি হচ্ছে অত্যন্ত ধীর গতিতে কোথাও আবার কংক্রিটের রাস্তা ফাটিয়ে পাইপলাইন বসানোর পরেও ঢালাই না করার অভিযোগ উঠছে। কোথাও আবার কয়েক মাস আগে বসানো পাইপ ফেটে রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে। শুক্রবার কাঁকসার মলানদিঘি ও গোপালপুর পঞ্চায়েত এলাকায় প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন জেলাশাসক। এপ্রিল মাসের মধ্যে প্রতিটি বাড়িতে জল যাতে পৌঁছে যায় সেদিকে জোর দেওয়ার কথা জানালেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জেলাশাসক বলেন, “প্রতিটি গ্রাম ধরে ধরে আলোচনা করা হয়। আমরা আশা করছি ধাপে ধাপে এপ্রিলের মধ্যে অধিকাংশ কাজই শেষ হয়ে যাবে।” বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “শুধু স্বপ্ন দেখাই হবে। কোনদিনই পূরণ হবে না। প্রকল্পের নামে চরম দুর্নীতি হচ্ছে। ঠিকাদারদের কাছে কাটমানি খাচ্ছেন তৃণমূলের নেতারা।” অভিযোগ উড়িয়ে কাঁকসা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন, “জেলাশাসক কাজের তদারকি করছেন যাতে দ্রুত কাজ শেষ হয়। খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। মানুষকে আর জলকষ্টেওর ভুগতে হবে না। বিরোধীদের কথার ভিত্তি নেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।