দুর্গাপুরে হয়ে গেল সিবিএসই পূর্বাঞ্চলের বক্সিং প্রতিযোগিতা

দুর্গাপুরে হয়ে গেল সিবিএসই পূর্বাঞ্চলের বক্সিং প্রতিযোগিতা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে হয়ে গেল তিন দিনের সিবিএসই পূর্বাঞ্চলের বক্সিং প্রতিযোগিতা। শনিবার ছিল শেষদিন। পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রাজ্য থেকে মোট ১৪০ জন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। সবচেয়ে বেশি ২৩ টি সোনা, ১৪ টি রুপো ও ১৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে সেরা রাজ্যের স্বীকৃতি অর্জন করে ছত্তিশগঢ়। দুর্গাপুরের স্কুলগুলির মধ্যে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল ৫টি সোনা, ২টি রুপো পেয়ে সেরা হয়। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে সোনা, রুপো, ব্রোঞ্জ মেডেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও প্রধান, সিওই সিবিএসই ভুবনেশ্বর থংখোলেট মাটে, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বার্নপুর রিভারসাইড স্কুলের ডিরেক্টর ও অধ্যক্ষ সুশীল কুমার সিং প্রমুখ। স্কুলের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় জানান, প্রতি বিভাগের প্রথম দুই সফল প্রতিযোগী সিবিএসই জাতীয় বক্সিং প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।

ফলাফল

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে হয়ে গেল সিবিএসই পূর্বাঞ্চলের বক্সিং প্রতিযোগিতা
News
দুর্গাপুরে হয়ে গেল সিবিএসই পূর্বাঞ্চলের বক্সিং প্রতিযোগিতা
:
সবচেয়ে বেশি ২৩ টি সোনা, ১৪ টি রুপো ও ১৫ টি ব্রোঞ্জ পদক পেয়ে সেরা রাজ্যের স্বীকৃতি অর্জন করে ছত্তিশগঢ়। দুর্গাপুরের স্কুলগুলির মধ্যে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল ৫টি সোনা, ২টি রুপো পেয়ে সেরা হয়। 
Published By
Duragpur Darpan
error: Content is protected !!