রক্তদান শিবির করে ছেলের নবম জন্মদিন উদযাপন

রক্তদান শিবির করে ছেলের নবম জন্মদিন উদযাপন
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি’র অন্যতম সংগঠক, পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বাসিন্দা শিল্পী মুখার্জি মাজি ও বিদ্যুৎ মাজির একমাত্র পুত্র স্নিথিক মাজির নবম জন্মদিন উদযাপন উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিবারের তরফে। শিবিরে ৮জন মহিলা সহ মোট ২০জন রক্তদান করেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্নিথিক এর বাবা বিদ্যুৎ মাজি, ঠাকুমা বনলতা মাজি, দিদিমা শুভ্রা মুখার্জী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব পার্থপ্রতিম রায় ও চিরশ্রী বসু সহ অনেকে রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও সুলতা দাস, সমাজকর্মী প্রদীপ দুবে, শুভ্র মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় সামন্ত, ডাঃ করবী কুন্ডু সহ অন্যান্যরা। রক্তদাতাদের গাছ ও শংসাপত্র প্রদান করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
রক্তদান শিবির করে ছেলের নবম জন্মদিন উদযাপন
News
রক্তদান শিবির করে ছেলের নবম জন্মদিন উদযাপন
:
শিল্পী মুখার্জি মাজি ও বিদ্যুৎ মাজির একমাত্র পুত্র স্নিথিক মাজির নবম জন্মদিন উদযাপন উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরিবারের তরফে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!