দুর্গাপুর: কোথাও গুণীজন সংবর্ধনা। কোথাও শীতবস্ত্র বিতরণ। কোথাও খুদে পড়ুয়াদের রং, পেন্সিল, খাতা প্রদান। এভাবে নানা কর্মসূচীর মাধ্যমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল দুর্গাপুরে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্বরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূলের উদ্যোগে বুধবার দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের অফিসে গুনীজন সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জি, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি অজয় দেবনাথ, রমা প্রসাদ হালদার প্রমুখ। কাঁকসা মোল্লাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জির নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এলাকার ছোট ছোট পড়ুয়াদের হাতে রং, পেন্সিল, খাতা তুলে দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।