দুর্গাপুরে কবি সুকান্তের জন্মশতবর্ষ উদযাপনের সূচনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে কবি সুকান্তের জন্মশতবর্ষ উদযাপনের সূচনা হল গত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের শুভলগ্নে। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুরুতে পদযাত্রা, পথ নাটক এবং কবির প্রতিকৃতিতে মাল্যদান হয়। এরপর মনোজ্ঞ আলোচনা, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যের অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোচনায় অংশ নেন পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় (সভাপতি) এবং রূপক দাস।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুর্গাপুর রম্যবীণা, ছন্দবীণা, শব্দরূপ, সুরপরিষদ, স্বপ্নছন্দম, দুর্গাপুর কয়্যার, তরঙ্গিনী ইত্যাদি সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নেহাশীষ মুখোপাধ্যায়, কাকলি সেন ও জয়িতা সাঁই। উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা চিলড্রেন্স একাডেমির প্রতিষ্ঠাতা জীবন বিহারী রায়, শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আবৃত্তিকার কাকলি দাশগুপ্ত সহ বিশিষ্ট জনেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
