দুর্গাপুরে সিমেন্ট কারখানায় ভিনরাজ্যের শ্রমিক নিয়োগে ক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাদা রোডে অবস্থিত একটি বেসরকারি সিমেন্ট কারখানায় স্থানীয়দের উপেক্ষা করে ভিনরাজ্য থেকে শ্রমিক এনে ঠিকা কর্মী হিসাবে কাজে লাগানো হচ্ছে। এই অভিযোগে বুধবার কারখানার গেটের সামনে ভূমি রক্ষা কমিটি-র পক্ষ থেকে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে একটি গেট মিটিংয়ের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কমিটির দাবি, নতুন দায়িত্বপ্রাপ্ত একটি ঠিকাদার সংস্থা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজস করে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে শ্রমিক এনে এখানে কাজ করাচ্ছে। অথচ এলাকার বেকার যুবকরা কাজ পাচ্ছে না। শুধু কর্মসংস্থানই নয়, কারখানার দূষণ নিয়েও সরব হন কমিটির সদস্যরা। তাঁরা জানান, পরিবেশ দূষণের পাশাপাশি কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যহানির সম্ভাবনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কমিটির নেতৃত্ব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

