বাঁকুড়া-দুর্গাপুর নতুন রেললাইনের জন্য চূড়ান্ত অবস্থান জরিপের অনুমোদন দিল কেন্দ্র

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থেকে বাঁকুড়া (Bankura) জেলার বেলিয়াতোড় পর্যন্ত নতুন রেললাইনের জন্য চূড়ান্ত অবস্থান জরিপের অনুমোদন দিল কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন। বেলিয়াতোড় থেকে দুর্গাপুরের দূরত্ব ২৮ কিমি। প্রতিদিন বাঁকুড়া থেকে বহু মানুষ নিত্য প্রয়োজনে দুর্গাপুরে আসেন। তাছাড়া বাঁকুড়ার অনেকে দুর্গাপুর স্টেশন হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
সেক্ষেত্রে সরাসরি বাঁকুড়া ও দুর্গাপুরের মধ্যে রেল যোগাযোগ চালু হয়ে গেলে বহু মানুষের সুবিধা হবে। সাংসদ সৌমিত্র খান দীর্ঘদিন ধরেই এই দাবি নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করছেন। এবার চূড়ান্ত অবস্থান জরিপের অনুমোদন চলে আসায় বিষয়টি অনেকটা এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই জরিপে কোন জায়গার উপর দিয়ে রেললাইন যাবে, কোথায় কোন স্টেশন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তা মাপজোক করে নির্দিষ্ট করা হয়ে থাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
