২০১৫ থেকে ড্যাম সংস্কারে টাকা দেয়নি কেন্দ্র: মানস ভূঁইয়া

২০১৫ থেকে ড্যাম সংস্কারে টাকা দেয়নি কেন্দ্র: মানস ভূঁইয়া
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। শুক্রবার সকালে দুর্গাপুর ব্যারেজের সংস্কার হওয়া রাস্তা পরিদর্শন করতে আসেন সেচ মন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য ২০১৫ সাল থেকে কেন্দ্রের কাছে কোন সহযোগিতা পাইনি। আর ১২ বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে। দুর্গাপুর ব্যারেজেও দীর্ঘদিন ধরে পলি উত্তোলন না হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা কমছে। সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিঠি দিয়েছেন জলশক্তি মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে। শুধু প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু কাজ কিছু হয়নি।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কার নিয়ে তিনি বলেন, “সময়েই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল। দেড় মাস ধরে রাস্তার কাজ হওয়ার জন্য বন্ধ ছিল জল ছাড়া। মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজের জলের লেভেল স্বাভাবিক করার জন্য অল্প অল্প জল ছাড়া হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই জল দামোদরের নামছে। তেনুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানায় সেই আবেদন করা হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা এবং সেচ দপ্তরের আধিকারিকরা নজর রাখছেন। সেচ দপ্তরের সচিব মণীশ জৈন নিজে নজর রাখছেন। আজ ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। কোন মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য তৎপর রাজ্য প্রশাসন।” এদিন মন্ত্রীর সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলাশাসক সিয়াদ এন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় প্রমুখ।

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!