কাজী রেজাউল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কবি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র প্রয়াত কাজী রেজাউল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজী রেজাউল করিম একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, আবৃত্তিকার, চুরুলিয়া নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। গত ২৯ মার্চ তিনি প্রয়াত হয়েছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
১৭ মে দুর্গাপুরের বিপিনচন্দ্র পাল সভাগৃহে চুরুলিয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন আয়োজিত স্মরণানুষ্ঠানের আয়োজন করে। স্মৃতিচারণ, সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশিত হয়। স্থানীয় বিশিষ্ট মানুষ, শিল্পী, সাহিত্যসেবীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তাঁর মেয়ে ও ফাউন্ডেশনের সম্পাদক সোনালী কাজী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

