বর্ধমানে বাসের ধাক্কায় মৃত কাঁকসার তৃণমূল কর্মীর পরিবারকে চেক প্রদান

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তৃণমূলের একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বর্ধমানের (Purba bardhaman) নবাবহাটে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের বেতা এলাকার ওই তৃণমূল কর্মীর নাম মধুসূদন পাল। তাঁর মৃত্যুর খবরে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার বিকেলে তৃণমূল নেতৃত্ব মৃতের পরিবারের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবারের হাতে দলের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এসবিএসটিসি বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছিল। সেজন্য এসবিএসটিসির পক্ষ থেকেও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এদিন মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, গলসির বিধায়ক নেপাল ঘোরুই সহ দুই জেলা ও কাঁকসা ব্লকের নেতৃত্বরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

