‘আন্তর্জাতিক দাবা দিবস’ উপলক্ষে ডিএভি মডেল স্কুলে হয়ে গেল র্যাপিড দাবা টুর্নামেন্ট

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে ‘আন্তর্জাতিক দাবা দিবস’ উপলক্ষে পশ্চিম বর্ধমান দাবা সংস্থার পক্ষ থেকে ‘আন্তর্জাতিক দাবা দিবস র্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২৫’ এর আয়োজন করা হয়। প্রায় ৬০টি স্কুল থেকে ২৫৬ জন ছাত্র ছাত্রী অনুর্ধ ১১, ১৩, ১৫ ও ১৭ বিভাগে অংশ নেয়। ৬ রাউন্ড খেলা হয়। প্রতিযোগিতা শুরুর আগে এদিন কেক কেটে ‘আন্তর্জাতিক দাবা দিবস’ উদযাপন করেন উদ্যোক্তারা। চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ পুরস্কার পায় যথাক্রমে অনুর্ধ ১৫ বিভাগের ওঙ্কার বন্দ্যোপাধ্যায়, অনুর্ধ ১১ বিভাগের আরোহী ভট্টাচার্য এবং অনুর্ধ ১৩ বিভাগের অংশ দাস।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

