পানাগড়ে নরেনকে দেখে থেমে গেল মুখ্যমন্ত্রীর কনভয়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষে পদযাত্রা করবেন তিনি। রবিবার বিকালে তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ের দার্জিলিং মোড়ে তাঁর কনভয় থেমে যায় পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখে। নরেন্দ্রনাথ এগিয়ে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁকে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর কনভয় থেমে যাওয়ায় উচ্ছ্বাস দেখা যায় রাস্তার ধারে অপেক্ষায় থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। নরেন্দ্রনাথ বলেন, “এত মানুষ দেখে মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন। পাশাপাশি, আমাকে শরীরের যত্ন নিতে বলেছেন।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

