পশ্চিম বর্ধমান জেলার জন্য পৃথক আসানসোল-দুর্গাপুর কাউন্সিল চালু করল CII

পশ্চিম বর্ধমান জেলার জন্য পৃথক আসানসোল-দুর্গাপুর কাউন্সিল চালু করল CII
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিল্পের প্রসারে পৃথক আসানসোল-দুর্গাপুর কাউন্সিল চালু করল কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান কবি দত্তকে এই কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির রাজ্য পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দত্ত, এডিডিএ- এর চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ।

দেবাশীষবাবু বলেন, “পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল আসানসোল-দুর্গাপুর। এখানকার শিল্পপতিদের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এই এলাকায় জোনাল কাউন্সিল করা হয়েছে। এই কাউন্সিলে ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের আধিকারিকরা তাঁদের সমস্যার কথা পৌছে দেবেন। তারপর সিআইআইএর প্রতিনিধিরা সেই সমস্যার কথা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবে। এছাড়াও সিআইআই এর প্রতিনিধিরা শিল্প প্রতিষ্ঠানের গভীরে ঢুকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তিনি আরও বলেন, ” শিল্প বাড়ার সাথে সাথে দূষণও বাড়ছে। সেই দূষণ যাতে হ্রাস পায় সেজন্য বিশেষ করে ইস্পাত শিল্পে গ্রিন এনার্জি ব্যবহার করার কথা বলা হচ্ছে। শিল্পাঞ্চলে পরবর্তী বৈঠকে দূষণ রুখতে গ্রিন এনার্জির ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আসানসোল-দুর্গাপুর অঞ্চল দীর্ঘকাল ধরে বাংলার শিল্প কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছে। এই কাউন্সিল গঠনের মাধ্যমে, আমি নিশ্চিত যে আমরা সরকার, শিল্প এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে সম্পৃক্ত করে একটি সহযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে শিল্প সম্ভাবনা উন্মোচনের জন্য নতুন প্রচেষ্টা দেখতে পাব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পশ্চিম বর্ধমান জেলার জন্য পৃথক আসানসোল-দুর্গাপুর কাউন্সিল চালু করল CII
News
পশ্চিম বর্ধমান জেলার জন্য পৃথক আসানসোল-দুর্গাপুর কাউন্সিল চালু করল CII
:
এই কাউন্সিলে ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের আধিকারিকরা তাঁদের সমস্যার কথা পৌছে দেবেন। তারপর সিআইআইএর প্রতিনিধিরা সেই সমস্যার কথা যথাযোগ্য স্থানে পৌঁছে দেবে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!