জমজমাট সার্কাসের আসর বসেছে গান্ধী মোড় ময়দানে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে প্রতি বছর সার্কাসের আসর বসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে সার্কাস। এবার এসেছে রায়ান সার্কাস। সরকারি বিধি নিষেধের কারণে পশু পাখি দিয়ে খেলা দেখানো বন্ধ হয়ে যাওয়ায় দর্শকদের মনোরঞ্জনের জন্য মূলত জিমনাস্টিক ও বিভিন্ন শারীরিক কসরত সহ অন্যান্য দিকে জোর দেওয়া হয়েছে। সার্কাসের উদ্বোধন করেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, রাখি তিওয়ারি। প্রথম দিন থেকেই সার্কাস ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

