দুর্গাপুর বাসস্ট্যান্ডে সিটু-আইএনটিটিইউসি মুখোমুখি, তুমুল উত্তেজনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে বাস বন্ধের ডাক দিয়ে সিটু মিছিল বের করে। আইএনটিটিইউসি কর্মী সমর্থকরা তার প্রতিবাদ করতে থাকেন। দুই পক্ষ মুখোমুখি হতেই শুরু হয় বচসা। শুরু হয় হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গেও সিপিএম কর্মী সমর্থকদের বচসা শুরু হয়। চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, “ধর্মঘট কেউ সমর্থন করে না। বামেরা জোর করে মানুষের জনজীবন আচকাতে চাইছে। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটের বিরোধিতা করছে। নিজেদের কর্মস্থলে যাচ্ছে। কোথাও কোনও প্রভাব পড়েনি।” সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, “দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থে সাধারণ ধর্মঘট চলছে। আমরাও পথে নেমেছি। মানুষ আমাদের সমর্থন করছে। বাধা দিতে এলে প্রতিরোধ হচ্ছে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

