দুর্গাপুর দর্পণ, ২৮ মে ২০২৪: ডাম্পিং গ্রাউন্ডের ঝাঁঝালো গন্ধে নাজেহাল শহরবাসী। আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে জমা করা হয়। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ না হওয়ায় দূষণে জেরবার আসানসোলের বাসিন্দারা। আসানসোল ঢোকার মুখে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে কালিপাহাড়ি এলাকায় রয়েছে পুরসভার সবথেকে বড় ডাম্পিং গ্রাউন্ড।
বাসিন্দাদের অভিযোগ, শহরের যাবতীয় আবর্জনা জমা করা হলেও উপযুক্ত বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা নেই। ফলে এলাকায় দুর্গন্ধে ভরে ওঠে। তাছাড়া মাঝে মাঝে আগুন লেগে ঝাঁঝালো গন্ধ অতিষ্ঠ করে তোলে তাঁদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন অনেকে। ঘরের দরজা জানালা বন্ধ রেখেও সমস্যা মিটছে না। মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, ডাম্পিং গ্রাউন্ডে প্রয়োজন মতো জল ছেটানোর ব্যবস্থা করা হয়। বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থাও রয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।