তবলা শিল্পী পণ্ডিত তন্ময় বসুর উদ্যোগে দুর্গাপুরে শাস্ত্রীয় সঙ্গীতের আসর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তবলা শিল্পী পন্ডিত তন্ময় বসুর উদ্যোগে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজিত হল। ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ‘তবলাইন্ক’। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নেতাজি ভবনে অনুষ্ঠান শুরু হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অংশ নেন পণ্ডিত তন্ময় বসু, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শুরুতে, তবলাইন্ক এর পাঁচজন কিশোর বয়সী শিক্ষার্থী তালতরঙ্গ নিবেদন করে সমবেত তবলা বাদনের মাধ্যমে। অনুষ্ঠান পরিবেশন করেন বিবেক সোনার (বাঁশী), ওয়াসিম আহমেদ খান (কণ্ঠসঙ্গীত) প্রমুখ। তবলা, হারমোনিয়াম ইত্যাদি সহযোগিতায় ছিলেন অর্চিক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে রাখা ক্যানভাসে ছবি আঁকেন চিত্রকর সৃজক পালিত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী দেবদাস সেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
