দুর্গাপুর দর্পণ, ২ জুন ২০২৪: আগাম না জানিয়ে আচমকা ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ তুলে অভিভাবকেরা দুর্গাপুরের সিটি সেন্টারে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার, Fiitjee কর্তৃপক্ষকে ঘিরে ধরে রবিবার দুপুরে বিক্ষোভ দেখান। উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকেরা জানিয়েছেন, তাঁদের ছেলে-মেয়েরা কেউ এক বছর, কেউ দুই বছর আবার কেউ তারও বেশি সময় ধরে ওই কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের জন্য কোচিং নিচ্ছেন।
অভিভাবক স্বপ্না মজুমদার অভিযোগ, গত কয়েক মাস ধরেই ঠিকঠাক ক্লাস হচ্ছে না। তিনি জানান, হঠাৎ করে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে কোচিং সেন্টারের এক শিক্ষক লেখেন যে তিনি ঠিকমতো বেতন না পাওয়ার জন্য এই কোচিং সেন্টার ছেড়ে দিচ্ছেন। তারপরেই কয়েকশো অবিভাবক কোচিং সেন্টারে চলে আসেন। তাঁরা জানান, বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁরা কর্তৃপক্ষের কাছে জানতে চান, শিক্ষকেরা বেঁকে বসাতেই কি ক্লাস হচ্ছে না ঠিকমতো? ছেলেমেয়েদের ভবিষ্যতের কী হবে এই প্রশ্নও তোলেন তাঁরা। কিন্তু কর্তৃপক্ষ সঠিক জবাব দিতে পারেননি। আগেই পুরো টাকা নিয়ে এখন আচমকা ক্লাস বন্ধ করে দেওয়ায় এদিন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। সংস্থার এক আধিকারিক প্রদীপ রাউথ দাবি করেন, সংস্থার অভ্যন্তরীণ কিছু সমস্যা দেখা দিয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।