আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে র‌্যালি করল কোকওভেন থানা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে র‌্যালি করল কোকওভেন থানা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার পক্ষ থেকে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মাদকের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে মাদক বর্জনের ডাক দেওয়া হয়। ‘মাদক সেবন করলে হয় ক্যান্সার হয়, শরীরের নানান ক্ষতি হয়। তাই মাদক বর্জন করে সুস্থ থাকুন।’ এই বার্তা দিয়ে কোকওভেন থানা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করল।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কোকওভেন থানার সামনে থেকে শুরু হয় পদযাত্রা। দুর্গাপুর স্টেশন বাজার পর্যন্ত চলে। পদযাত্রার নেতৃত্ব দেন কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক এবং কোকওভেন থানার পুলিশ আধিকারিকরা। আধিকারিক মইনুল হক বলেন, “পুলিশের তরফ থেকে প্রতিদিনই সচেতন করা হয় প্রতিটি এলাকায়। স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে মাদক জাতীয় কোনও সামগ্রী বিক্রি করা যাবে না। কেউ মাদক খেয়ে নিজের শরীরকে নষ্ট করবেন না। সকলে সুস্থ থাকুন ভালো থাকুন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে র‌্যালি করল কোকওভেন থানা
News
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে স্কুল পড়ুয়াদের নিয়ে র‌্যালি করল কোকওভেন থানা
:
র‌্যালিতে মাদকের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে মাদক বর্জনের ডাক দেওয়া হয়। 'মাদক সেবন করলে হয় ক্যান্সার হয়, শরীরের নানান ক্ষতি হয়। তাই মাদক বর্জন করে সুস্থ থাকুন।'
Published By
Durgapur Darpan
error: Content is protected !!